স্বাধীনতা কি ?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি একটা স্বাধীনতা চাও মেয়ে?
তুমিও কি স্বাধীনতা চাও ছেলে?
ও বয়স্ক জেঠু তুমিও কি চাও একা থাকতে?
স্বাধীনভাবে বাচতে,
ওই যে দাদু ,কোথায় যাও?
বলে যাও ,তুমিও কি স্বাধীনতা চাও?
তবে প্রথমে বল দেখি ,
স্বাধীনতা কাকে বলে?
একা একা চলে ,
যা চাই তাই করার নাম কি স্বাধীনতা ?
যা চাই সেটাই ছিনিয়ে নেয়ার নাম কি স্বাধীনতা ?
নিজের খেয়াল খুশিকেই মূল্যায়ন করে,
অনরের অধিকারের কথা চিন্তা না করে ।
চলার নাম কি স্বাধীনতা?
সবাই নিজেকে নিয়েই ভাবছো,
তবে এই অবাগা দেশের কি হবে?
কি ভাবে সে শান্তি পাবে?
যার বুকে তোমরা থাকো,
যার বুকে থাকো ,
সে স্বাধীন কিভাবে হবে,
সে কি করে হবে সুখী ।
ভেবে দেখেছো কি একবার?
নিজেকে নিয়েই মরলে,?
নিজের ভুরিটাই ভরলে।
দেশটার হবে কি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।