আমি কি চাই?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কি চাই?


কাকে চাই?


কেন চাই?


কি দেখে চাই?


কি হিসেবে চাই?


কার স্পর্শ চাই?
কার মন চাই?



শরীর চাই ?
না মন চাই?





মন চাইলে শরীরের দরকার কি?



শরীর চাইলে মনের কি আছে প্রয়োজন?




শরীর ছাড়া কি মন থাকে?
এটা কি ভুত ?
অশরীরি ভুত ?


কারো কাছে কি বলা যাবে?
চাওয়া যাবে?
শরীরটা থেকে মনটা আলাদা করে ।
আমাকে মনটা দিয়ে দাও।


আমার মন চাই।
দেহ চাই না,,


কাওকে কি বলা যাবে ?
মনটা রেখে ,
দেহ টা দাও ।
আমার দেহ চাই.







উষ্ণ দেহ ,
কামুক দেহ,
যৌন আবেদনে ভরা দেহ।




কেন এত পেঁচালো জীবন?



মানুষ গুলো কত কিছুই বলে।
সব কথার উত্তর সে জানে কি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।