পরিচয়!
- বুলবুল আহমেদ
আচ্ছা থ্যাঙ্ক ইউ টা না বললে কি হত
এর জন্য এমন একটা শব্দ আমি কিন্তু আশা করিনি
না না সে আর কি,আমি না হলে অন্য কেউ একজন--
এমন কি একটা বিষয় নিয়ে আমাদের প্রথম কথোপখথন
তোমার মনে আছে?
তার পর কতসময় গেছে-নষ্ট চেতনটাকে ভুলতে পারি নি
আচ্ছা, তুমি ভুলে গেছ,ভালোই করেছ
নাহলে আমার মত....বুকের ভেতরটায় কোন দিন শান্তি পেতে না
ভালেই করেছ?
আচ্ছা থ্যাঙ্কিউটা না বললে কি হত?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।