একদিন এদেশ এগিয়ে যাবে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
একদিন দেশে সেই সোনালী যুগ আসবে,
যদি আমরা মানুষ হই,
তবে আমরা কি ,মানুষ নই?
কবি হেসে বলে ,
অবশ্যই আমরা মানুষ ,
তবে দেশের টাকা নষ্ট কারী
দেশের সম্পদ অপচয়কারী মানুষ।
দেশের সম্পদ কিভাবে অপচয় করি?
দেশ হতে কি আমরা কিছু পাই না?
আনারি পাঠকের প্রশ্ন।
কবি বলে ,
দেশ হতে অধিকার লাভ,
আর দেশের সম্পদ অপচয়,
এক কথা হল কি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।