কবি কে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবি কে?
কবি কাকে বলে?
কবি কি ?
কবি কাকে বলব?
চারদিকে সবাই নিজেকে কবি বলে,
সবার কাছে আছে অনেক সনদ,
সবাই বলে তাদের কাব্যগ্রন্থনাকি প্রকাশ হয়েছে।
ফেসবুকে কেউ কবি ,
কেউ মডেল কবি,
কেউ কবিতা লিখে,
কেউ তাকে তেল দেয় ।
তেলে তেলে কবি হয় তেলের বেপারী।
চারদিকে এত কবি ".
আসল কবি ,নকল কবি ,
ছবিতে কবি ,
চেহারাতে কবি ,
মেকাপে ঢাকা সুন্দরী কবি ।
টাকা ওয়ালা টাকলা কবি ।
কবিতার বই তাদের হাজার টা।
কবি আসলে দেখতে কেমন?
কবি কে?
কবি কেমন হতে হয়?
কবির মন কেমন হওয়া চাই?
কবির আচরণ কেমন থাকা চাই?
বড্ড জানতে ইচ্ছা করে।
কবি নাম ধারি কবিদের আচরন দেখে ।
কবিকে চিনতে কষ্ট হয়।
কবি তো হিংস্র হয় না ,
লোভী হয় না ,
আক্রমন করে কথা বলে যে "
সে কি কবি?
মিথ্যা ক্রোধ দেখায় ,
লালসা রাখে অন্তরে ,
অহংকার থাকে অন্তরের গভীরে
এমন কি কেউ কবি হয় ?
এসব কি কবিদের গুণ?
তবে এই বই প্রকাশিত
গ্রন্থ ক কবিদের তো তেমনি লাগে,,
ফেসবুক কবিদের কি আচরন।
অহংকারে যেন পা মাটিতে নামে না।
কি সে ভাবধারা ,
আসলে কবি কেমন দেখতে,?
কেমন তার কথা ?
কেমন হতে হয় আচরণ?
কবি কি মহামানব?
কবি কি মহাপুরুষ?
মহামানব আর মহাপুরুষ কি এক?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।