রিতি নীতি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কিছু কথা বলতে নেই,,
কিছু কথা শুনতে নেই,


কিছু কথা বলতে সমাজ বাধা দেয়।
কিছু কথা বলতে সরকার দেয় বাধা,
আইন কিছু কথা বললে কারাগারে পাঠাতে চায়।

কিছু কথা ধর্মে বাধা আছে,

সরকার তো দুই জন "
একজন দেশ , দেশের আইন ,রাষ্ট্র
অপরজন ক্ষমতায় থাকা দল ,
দলের মতামত, কথা ,কানুন,



আইন এই দেশে দুই প্রকার।
সংবিধানের ঘোসিত আইন ,
অঘোসিত দলীয় আইন।
অঘোসিত ভাবে পালিত আইন।


অঘোসিত যে আইন
সবাই এই নিয়ম মানে না ।
এই নিয়মগুলো কেবল জনতার জন্য ।


সংবিধানের আইন,
আইন বিভাগের আইন ,
সবাই মানতে বাধ্য,

তবুও শুনেছি আইনের নাকি অনেক ফাকফুকর।
গরীবের কুড়ে ঘরের মত।

যে ঘড়ের ফাঁক দিয়ে ,
শিয়াল এদিক দিয়ে ঢুকে ,
অপরদিক দিয়ে বেরিয়ে যায়।

কৃষক শুধু কেঁদে মরে।
মুরগী হাড়িয়ে।



কিছু বিষয় বুঝতে মানা"
বুঝলেও বলতে মানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।