ঋতুরাজ
- মুহা. মোতালেব হোসেন - ঐ
ঋতুরাজ বসন্তের আগমন- তোমাকে জানাই;
আমের মুকুলের স্বাগতম ।
তুমি উত্তরে হাওয়া থেকে দখিনা হাওয়া
তুমি গাছে গাছে নতুন পত্রপল্লবে ছোঁয়া
তুমি ফুলে ফুলে সজ্জিত কুঞ্জকানন তুমি মানুষের হৃদয় মনকে কর আলিঙ্গণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।
২১-০৫-২০১৯ ১৬:০২ মিঃ
আপনার কবিতাট সুন্দর হইছে, আমার কবিতাগুলোও পড়বেন এবং ভুল ত্রুটি হলে মন্তব্য করবেন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।