জাতির নেতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

জাতির নেতা
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
নেতা কে?
একজন নেতার থাকবে গুণ
সাহসী হওয়ার গুণ।
নেতা তা ভাববে "
যা জনগন ভাবতে ভয় পায়।
বুকে থাকবে অসীম বিশ্বাস।
যে থাকে সবার আগে।
থাকে সৎ পথে ।
ভয় করে না বিপদ ।
সেই হল নেতা।
মিথ্যার আশ্রয় লাগে না যার ,
নিতে পারে সকল কাজের ভার
এমন গুণ ছিল যার বুকে,
শেখ মুজিব তার নাম।
এমন করে একটি ভাসন দেয়ার গুন
একটি জাতিকে সাহস দেয়ার গুণ,
ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার গুণ
একটি স্বাধীনতা চাইবার গুণ
"
"
পরাধিন জাতিকে মুক্তির পথ দেখাবার গুণ
,
,
কে আছে তেমন নেতা ?
কে দিবে আজ তেমন নেতৃত্ব?
যেমন অসীম সাহসী ছিল শেখ মুজিব
"
"
আজ এই দিনে,
তেমন সাহসী নেতা বড্ড প্রয়োজন
আবার একজন শেখমুজিব চাই
আবার আরেক টা ভাসন চাই,
চাই আরো একটা একাত্তর,
"
"
".
আজ জাতিকে পথ দেখাতে,
মুজিব নেমে আসুক ঘরে ঘরে
হাজার মুজিবের জন্ম হোক বাঙলার প্রান্তরে
"
"
মুজিবের মত এক সাহসী প্রাণ চাই
চাই একটা বেচে থাকার স্বপ্ন,
,
যে স্বপ্ন সত্যি করেছে মুজিব।
"
বার বার একাত্তর নেমে আসুক মানুষের বুকে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২৪-০১-২০১৮ ২২:৪১ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

০৭-০৪-২০১৭ ০৯:৩৮ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।।

১৭-০৩-২০১৭ ২৩:০৪ মিঃ

ধন্যবাদ

১৭-০৩-২০১৭ ২৩:০৪ মিঃ

আমি পরলাম ।।বেশ লাগলো