স্মৃতি কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ইতি কথা
'•••••••স্মৃতি কথা
আব্দুল্লাহ আল মামুন
••••••-•--•-••-•••--•-••-•••
আমাকে চিনতে পারছেন?
মনে করে দেখুন
আমি তো সেই শতক।
ইতিহাসের সেই মুছে যাওয়া অধ্যায়।
'
'এই আমাকে বহুবার
আপনারা করেছেন পরিবর্তন।
নিজের স্বার্থ করতে হাসিল ।
ওহে জাতির বিবেক রাজনীতি ।
তুমি কি চিনতে পারলে না?
"
"
আমি তোমার গত কাল।
তোমার আজকের অহংকারটাও
একদিন আমাতে হবে পরিবর্তন।
"
".
আমি স্মৃতি কথা ।
ইতিহাসের সেই হাড়ানো পাতা।
আমি তোমার ধারক
তুমি একদিন আমার বুকেই ছিলে
আমার মাঝেই হাড়াবে।
'
'আমি সেই ইতিহাস।
যেখানে তোমার পিতারা সমাহিত।
কেও ঠাই পেয়েছে গ্রন্থে।
কেও ঠাই পেয়েছে তন্ত্রে।
কেও লুকিয়ে আছে অজান্তে।
'
'
তোমরাই রং পাল্টালে।
বার বার ধৌত করলে বাংলা সাবানে
ইতিহাস আমি 'আমাকে
বই থেকে মুছেই তুমি সুখি হলে?
"
"তোমার বুক থেকে কি করে মুছবে?
ঐ যে বুকে কালো দাগ।
একটা নখের আচর।
ঐটা কি করে সরাবে তুমি।
'
'
দাও তোমার বুকটা চিরে ।
তবেই আমি হব নিঃশেষ।
'
'
আজকের এই নতুন সভ্যতা।
যে সভ্যতা ভোগ করছ তুমি।
যে সভ্যতাকে তুমি নিজের ভাবছো।
'
সেই সভ্যতাকে গড়েছি আমি।
গড়েছি লক্ষ বালি কণা দিয়ে।
মানুষের রক্ত 'ঘামে 'প্রেমে।
প্রতিটি ঘটনার প্রবাহে।
'
'যা তুমি আজ অস্বীকার করো।
বদলাতে চাও মিথ্যা কাহিনী দিয়ে।
"
"
তুমি পারবে কি?
লাল রক্তকে সাদা বলতে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।