একুশ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সেই বায়ান্ন
তার পর কত একুশ এলো ;
কত দিবস পালন করে ;
ফুলের মাল্য দিয়ে গড়লাম পাহাড়
এখনো শিক্ষক বলে ;
ইংরেজি তে দাও মেধা শ্রম।
বাংলা ভাষা থেকে বেশি;
এখনো আমরা আধুনিক সাজঁতে চাই;
বাংলার সাথে ইংরেজি মিশাই।
কথা বলি
ভেঙ্গে চুরে বিলিন এক ভাষাতে
কি এক আজব ভাষা ;
শিক্ষকরাও সেই ভাষাতে কথা বলে;
তবে ছাত্ররা কি শিখবে?
কি আছে গ্রহন করার মত?
ভাষা টা ব্যাকরণ বইয়ের পাতাতে;
আর রয়ে গেল সেই বায়ান্নতে
মুখে এলো না।
যা এলো
সেটা বাংলা না।
হিন্দি নাটক;.
ইংরেজি স্যারের অপমান;
আধুনিক সমাজের তিরস্কার;
একটা নতুন ভাষা
নাম তার বাংরেজি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।