সব আছে ,কিছু নেই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সব আছে,.
কাছে, দূরে,ডানে ,বামে।




কিছু নেই ,
ভাবতে ভাবতেই কিছু নেই।




ভালবাসা খোঁজলেই পাওয়া যায়।
দেখলেই দেখা যায়
অনুভবের মাঝে প্রেম আসে।


অনুভব করতে হয় ।
অনুভব করতে টাকা লাগে না ।
লাগে সোনার গয়না ।


অনুভব করতে হলে ,
মন চাই ,
লোভহীন ,প্রেমময় ।


মনের সাথে মনের মিলনে ।
অনুভূতি গুলো জাগে।



প্রিয় মুখটার কথা ,
প্রিয় হাসি ,
দেখার জন্য লাগে না কোন সম্পদ।
লাগে না সোনার বাধানো আইফোন।
লাগে না কোন কিছু ।



লাগে সুন্দর একটা মন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।