যুক্তি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
যুক্তি ভাল লাগে ,
সময় তার দাম দেয়।
অ সময়ে হায়।
তার দাম নাই।
মন বলে তুই বোকা।
সময় ,সুযোগ,ব্যক্তি।
এই যুক্তি কর প্রয়োগ।
সুবিধা হইলেই তুমি মহাজন।
তুমি সাগর অসংখ্য যুক্তির।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৬-০৩-২০১৭ ০৮:৩৮ মিঃ
বাঙ্গালি যুক্তি দিতে পটু।।।।
তারা চুরি করেও সেই কাজকে যুক্তি দিয়ে ভাল
প্রমান করে।।।।।
এমন ই বাঙ্গালি দেখিলাম।।।।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।