কবিতার মিছিল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মিছিলে নেমেছে কবিতা,
করবে সে আন্দোলন,
যে আন্দোলন কবিদের মনে গাথা।



কবিদের কলম যে কথা বলে,
মুখ বলে না ,
বলতে ভয় পায়।



কবিতার খোল আকাশে,.
আজ চলছে কঠোর হরতাল।




কবিতা লেখা আজ বন্ধ ,
সব ভাষা আজ মধুহীন হয়ে গেছে।




দাবি আদায়ে তারা পিছু হটবে না।


মুক্তি দিবে তারা,
অবহেলিত সব কবিদের।



বুকে সাহস যুগিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।