কিছু কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আজকাল মায়ের চাইতে মাসির দাম বেশি
শুনেছি ব্যাঙ্গের নাকি হয়েছে কাশি
আপন ঘরের ভাত ভাল লাগে না
নিজেই নিজের সাথে করি ছলনা
তবু নিজেই বুঝিনা
কাকে বলব এই বেদনা
নিজের যা কিছু আছে
সব কিছু রেখে দিই পাছে
ছুটে বেড়াই অন্যের কাছে
পেতে চাই অপরের যা আছে
আমি আমারে চিনিনা
আমি নিজেরে বুঝিনা
আপন জগৎকে খুজিনা
ছুটে বেড়াই অপরের পিছে
কিছু কথা মনে দেয় ব্যাথা
সবসময় ভাবি শুধু
কেন এই নিরবতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।