কি লিখবো আমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কি লিখব কবিতা তোমাকে নিয়ে,
ভেঙ্গে গেল কলমটা লেখার আগেই।
কবিতা লেখা আর হবে না জানি
শুধু শুধু কলমের হল হয়রানি,
কবিতা লিখতে গিয়ে ভাঙল কলম।
ডাইরির পাতা টাও ছিড়ে গেছে।।
কবিতা আমিতো লিখতে জানিনা "
কবিতার ভাষাও বুঝা হলনা
কি করে গড়বো বল স্বপ্ন আমার।
এ মনের কথা গুলো,
রয়ে গেল অগোছালো,
হলনা তা এখনো বলা।।
বলতে পারিনি আমি
তোমাকে ভালবাসি "
কি করে লিখব বল কবিতা।।
জানিনা হিসাব আমি "
জীবনের খাতার ""
অগোছালো জীবন আমার,
অগোছালো মন,,
অগোছালো সবকিছু হয়েছে যখন,
কিভাবে গুছাবো কবিতার খাতা।
আর কিভাবে লিখব কবিতা?
কি লিখব আমি,
আসছেনা কিছু মনে "
কি ভাবছে তোমার মন "
সে কি এ মন জানে?
কি লিখব আমি,
আজও ভাবতে পারিনি আমি "
বুঝতে পারিনি কিছু
কোন ভাবনা করছে আমার পিছু
কেন এমন হয়,
বুঝেনা এ হৃদয়
ভাবছি শুধু —


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৩-২০১৭ ২৩:৫৬ মিঃ

কবিতার ভাষা নাই