দেখা দিবে কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

অজানা পথে ,
অচেনা পথে ,
হেটেছি বহুদিন।

হাটিতে হাটিতে ,
বেলা গেল,
দিন ,মাস .বছর,
পেলাম না তোমার খবর।


একা একা এই আমি ।
অভিনয় করি দিন রাত।
নিজের সাথেই খেলে চলেছি ,
অভিনয়ের মরন খেলা।


তুমি তো দেখা দাওনি ,
দেখা দিবে কি "?



অজানা শান্তনা ।
দেওয়ার মানুষ দুনিয়াতে শত কোটি।
ঘোড়ার ডিমের ভাবনা ,
মাথায় ডুকিয়ে দেবার মানুষ কম নেই।





কম নেই মিথ্যাবাদীদের সংখ্যা ।
এরা বার বার মিথ্যা বলতে বলতে।
মিথ্যাকেই মেনে নেয় বার বার।


কিছু লোক মিথ্যা দিয়েই,
হাজার খানেক বই লিখেছে আবার ।
ইতিহাস ও তৈরি হয় মিথ্যা দিয়ে।


সংস্কৃতি সেতো ছেলের হাতের মোয়া।
খাও আর ফালাও।
তাতে কার কি আসে যায়।


বাংলার জন্য প্রাণ দিয়ে ।
আমরা হিন্দি শিখেছি অনেক।
ইংরেজিতে উত্তির্ন না হইলে
বাংলায় সম্মান শ্রেণীতে পড়া যায় না ।



কি মহান নিয়ম ।
শিক্ষা ব্যবস্থার কি উন্নতি।



সেই দেশে তোমার কথার মান কি?
কি আছে মিথ্যা স্বপ্নের মানে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।