ছোবল
- আমানত উল্লাহ সোহান

চিডি দিয়া আমারে কই আইনলেন গো ছেলামত ভাই
এইখানে তো আমার কেউ-ই কলিজার নাই ।
কতো মিনষে যে আইতাছে আর যাইতাছে
আমার যে খালি খারাপ কি কইতাছে ।
এই টাউনে কি এইডাই চারকি?
--আরে চুপ কর চুতমারানি!
আইজ থেইকা ওইডা হইলো তোর চারকি ঘর
রাইত রাইত ম্যালা টেকা ,আরো পাইবি-
জোয়ান জোয়ান কতো রকম যে মরদ বর ॥

17/02/2014


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।