কষ্ট নামের যন্ত্রনা
- ফয়েজ উল্লাহ রবি

অনেক কষ্টে আছি আমি
বড় কষ্টে কাটে দিন রজনী
তুমি নেই পাশে তা বাঁচে না জীবন
তেড়ে আসে দ্রুত মরণ।
সে তো কিছু দিন আগে হলো দেখা চেনা পরিচয়
মন দেয়া নেয়া এই তো ভালবাসা গভীর থেকে গভীর পরিনয়।
এই ভাবে যাবে চলে তবে কেন ভালবেসেছিলে?
আজ তুমি নেই পাশে কিছু স্মৃতি কথার বাঁধন র‍য়েছে মিশে
তাও যদি হারায় কোন দিন, সে দিন প্রিয় বেঁচে থাকা কিসে।
ফুল হাতে এসেছিলে বলেছ যাবে না দূরে হবে না ভুল
ফিরে এসো ডাকছি তোমায় এই মনে দাও না দোল।


১৩.০৬.২০০০ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।