এলাম ফিরে
- ফয়েজ উল্লাহ রবি
অনেক দিন হয় না কথা
আছি যেন বহু দূরে,
এতো ব্যস্ত ছিল দিন গুলো
এবার এলাম ফিরে।
এখন থেকে না হয় রোজ কথা
আলাপ হবে কাব্য নিয়ে,
কবিতা ছাড়া কবির কাটেনা দিন
ভাল ছিলাম না দূরে গিয়ে।
কবিতার আসর যেন এক পরিবার
আছি সবাই মিলেমিশে
এই বাঁধন যাবে না চিঁড়ে কভু
কাব্যবীনে সুখ কিসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।