আগে যদি জানতাম
- ফাইয়াজ ইসলাম ফাহিমআগে যদি জানতামতুমি রাগ করবে,কখনো তোমার পানে চাইতাম নাভালোবাসারর চোখে তোমায় দেখিতাম না।আমি ভুল করেছি অনিমেষ দৃষ্টিতে তোমার পানে চেয়েজানি তুমি ক্রোধানলে জ্বলছজ্বলবারি তো কথাআমি তোমার কে?আমি তো ভেসে আসা কচুরিপানাআমার তো কিছু নেইনেই ভালবাসার মতো সুন্দর মন।হে তিলোত্তমা অঙ্গনাআমায় মার্জনা করিওএই অধম আর কখনো তোমার পানে চাইবে নাতবুও তুমি ক্রোধানলে নিজের আমিত্ব কেবিসর্জন দিও না???
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।