রংবাজ ছেলেটা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
রংবাজ ছেলেটা
কর রংবাজি,
পাড়া মহল্লায়
হরহামেশা ফুটায় আতশ বাজি।
রংবাজ ছেলেটা
বোঝে না ভাল-মন্দ,
টাকার লোভে যার তার সনে
করে শুধু দন্দ্ব।
রংবাজ ছেলেটা সমাজের
হয়েছে মাথা,
তার কাছে টাকা পয়সা
যেন তেজ পাতা।
বামনডাংগা,গাইবান্ধা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।