প্রিয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রিয়ার চন্দ্রানন

বদনখানি আর দেখি না,

প্রিয়ার কলকন্ঠ বচন

আর অন্তরে মৃদঙ্গ বাজায় না/

প্রিয়ার কবোষ্ণ হাসি

আর নেত্রে কামনার অনল প্রজ্বলিত করে না,

প্রিয়ার কঙ্কণ বীণা

আর কর্ণে আঘাত করে না/

প্রিয়ার শিঞ্জনীর আওয়াজে

আর ঘুম ভাঙ্গে না,

প্রিয়ার কুন্তুল

আর আলিঙ্গন করে না/

প্রিয়ার দেখা নেই

স্বর্গে,মর্তে,পাতালে

সর্ব খানে খুজেছি

হে প্রিয়া তুমি কবে ফিরবে মম তরে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।