গরীবের হালচাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হির হির করে গির গির করে

বাড়ছে দাম চাল-নিত্য পণ্য

কেমন করে গরীবের

দূর হবে দৈন্য?

বাড়তে বাড়তে দাম

গিয়েছে নাগালের বাইরে!

গালি- গালাজ করে গরীব ক্ষান্ত

অন্তরে সুখ নাইরে।

ভাত জোটে না

বস্ত্র জোটে না,

মনে জোটে না রঙ

কেমন করে গরীব সাজবে বল সঙ।

রক্ত ঝড়া টাকা দিয়ে

পুরে না আজ খরচের ব্যাগ,

দিন- মান খেটেও

টাকাকে মনে হয় গলার ঘ্যাগ।




বামনডাংগা,গাইবান্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।