আরাধনা-১০
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

রক্ষা করো হে দয়াময়-
যত জাদু-জিন, ইবলিশ হতে,
বিমুখ করো যত ধোঁকা
যত ফেতনা দাজ্জালের পথে।
রহম করো হে দয়াময়-
যত ভ্রষ্টতা আর অনিষ্টতা,
যত চাল-ছল ফন্দি
যত হিংসা-বিদ্বেষ শত্রুতা।
দয়া করো হে দয়াময়-
অসুস্থতা আর দারিদ্রতা হতে,
শত বিপদ-ভয়, অভিশাপ
হঠাৎ মৃত্যু দিওনা কোন মতে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।