জেহাদি তৃষা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

কিসের মাল্য বরণ হৃদয়ে রক্ত ক্ষরণ
তোরা কে দিবি কত খুন,
ছিল বিদ্রহ নেশা আজ জেহাদি তৃষা
বেড়েছে হাজার গুন।
কই বীরের জাতি আবার ওঠরে মাতি
থাকিস না আর বেহুশ,
ছুট গতি দুর্বার কর সব চুরমার
যালিমের তখত তাউস।
কর মরণ শপথ আলোকিত করে পথ
তবেই হবি শান্ত,
এক জোট একনিষ্ঠ কর পদ পিষ্ট
যত ভুল ভ্রান্ত।
কেউ কাছে কেউ দূরে সারাটি জাহান জুড়ে
মুসলিম নিধন চক্র,
সৎ কাজে শত বাঁধ হাজার মিথ্যে অপবাদ
করিছে বিবেক বক্র।
কাফির-মুশরিকের মুরতাদ-মোনাফিকের
রন্দ্রে রন্দ্রে পায়তারা,
কেউ প্রকাশ্য লড়ে কেউ গোপনে করে
নেক ছুরতের ইশারায়।
আজ চিহ্নিত কর দল গর্দান কর কতল
যে মোদের আঘাত হানে,
যদি করে সমর্পণ তবেই তার জীবন
রাখো নিরাপদ যেইখানে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।