ভন্ড নেতা
- আবু নাছের জুয়েল

ক্ষমতায় গেলে দেব এটা সেটা
গড়ে দিব দালান কোঠা
করে যাব সেবা যত দিন বাঁচি
দাও যদি ভোট আমার হেথা৷

যা আছে দুখ,সব মুছে দিব
যা যা লাগে সব আমি করে দিব
তোমাদের জন্যই তো মোর বেঁচে থাকা
দিও গো ভোট তাই আমার হেথা৷

ভোটোর আগের নেতার কথাঁয়
এল চোখের জল,
ভোটের পরের বিষয় গুলো
হয় কি দেখি চল !
নেতার দেখা পেলে বলেন:-

আছি ভীষন ব্যাস্ত আমি
একটু সময় নাই
সারা দেশের নেতা আমি
সবার কত কি চাই ?
ওদের দিলে সকল কিছু
ভরবে কে মোর পকেট পিছু

তবু চিন্তা তোমরা করো না যেন
থাকি যদি বেঁচে আমি
একদিন তোমরা পাবে সব জানি
তাই করো না মোরে মিছে হয়রানি৷৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।