হাঁসের ছানাদের বিদ্রোহ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হাঁসের ছানা প্যাঁক প্যাঁক
খাবে নাকি দানা!
খাদ্য- মাদ্য কিছু নেই সংকট
দিয়েছে হানা?
হাঁসের ছানা প্যাঁক প্যাঁক করে
বিদ্রোহী তান তোলে,
কর্তা- গিন্নী রেগে মেঘে
অগ্নি হয়ে জ্বলে।
হাঁসের ছানা প্যাঁক প্যাঁ করে
হয় না নাকো ক্ষান্ত!
খাদ্য পেলে বিদ্রোহ
হবে তাদের শান্ত?
বামনডাঙ্গা,গাইবান্ধা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।