ভাল লাগে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার লাল ওষ্ঠ
আমার খুব ভাল লাগে!
তোমার মুচকি হাসিটা
আমার ভাল লাগে।

তোমার আদুল কায়া
আমার খুব ভাল লাগে
তোমার বুকের লোম গুলো
আমার ভাল লাগে,

তোমার লাল চুল গুলো আমার ভাল লাগে
তোমার কবিতা আমার ভীষণ ভাল লাগে
তুমি আর আদুল কায়া কাউকে দেখাবে না
অনলি মি করে রাখবে
দেখছ না অনেক বাজে কমেন্ট পড়েছে??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।