নীতি কাব্য-৩
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
(১)
তেমনি করো আচরণ
যেমন কামনা করো অন্যর কাছে,
ততটুকু দাও প্রেম
নিষ্কলুষ হৃদয়ে যতটুকু আছে।
(২)
যেমনি ভাবে হয় দারিদ্র মোচন
তেমনি ভাবে করো দান,
হাজার মুখে মুষ্টির চেয়ে
করো একক মৌলিক সমাধান।
(৩)
ততটুকু ব্যথা দাও
যতটুকু পারো সহিবার,
ততটুকু বোঝা দাও
যতটুকু পারো বহিবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।