হ্যাঁ না
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

জাতি সংঘ না পাতি সংঘ
বিজাতিদের পাতানো,
মুসলিম নিধন যজ্ঞে তারা
নেশায় রাখে মাতানো।

মানবধিকার না দানবাধিকার
কি আদায় করছে তারা,
সূক্ষ্ম ভাবে করছে লুণ্ঠন
এক মাত্র তার ইশারায়।

এন জি ওদের সেবা না শোষণ
এত সেবা এত প্রেম,
রক্ত শোষে দিচ্ছে পানি
সুদ সমিতির লেনদেন।

বিশ্ব স্বাস্থ্য না বৈশ্য স্বাস্থ্য,
টীকা দিয়ে প্রতিরোধ,
মদ-গাজা-ফরমালিনে
নিচ্ছে কিসের প্রতিশোধ।

আমরা চতুর না তারা চালাক
আমরাই বোকা এক নম্বর,
ভাতের মাড়ের লোভ দেখিয়ে
নিচ্ছে কেড়ে দুধের সর।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।