উপলব্ধি
- ওমায়ের আহমেদ শাওন - সম্পূরক
স্রোতরূপী নদের সামনে দাঁড়িয়ে কখনো
সাঁতরে পাড় হবার কথা ভাবিনি !
অনেক সময় ধরে নায়ের অপেক্ষায়-
অযথাই বেলা বয়ে যায়,
তবুও পাড় হবার আর উপায় দেখিনি।
আজ বৃহৎ সমুদ্র;
প্রচন্ড আকাঙ্খা জেগেছে
কেন জানি ওপারে যাবার,
প্রেরণা প্রেমকেও অক্সিজেন দেয়
জীবন কি তা সত্যিই আজ বুঝতে পারছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।