ভাল থেক রাজকন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভালো থেক রাজকন্যা তোমাকে সত্যি ভালবেসে ছিলাম!!!
বিনিময় শুধু তাচ্ছিল্য করেছে অমোঘ ভালবাসি তোমায়
তোমার তরে এ প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম!
নিত্য কবিতা দেওয়ার ওয়াদা করেছিলাম,,,
আসলে আমার ভালবাসার যোগ্যতা নেই!!!
আমি টাকা পয়সা ধন- ধৌলতের কাঙাল নই রাজকন্যা
দুদিনের পৃথিবী কি বা চাওয়ার আছে,,,
আমি ভালোবাসার কাঙাল,,,,,
তোমার তরে ভালবাসা খুজে ছিলাম
তুমিও মিথ্যে আস্ফালন দেখালে!
আ- জীবন একা থাকার সংকল্প করেছি
আর মেকি ভালবাসার বীজ এ বুকে বপন করতে চাই না রাজকন্যা....
এই বারবেলায় বলে যাচ্ছি আমার মতো পাগল আর কস্মিকালেও খুজে পাবে না!
ভাল থেক সুস্থ থাক
শুভ কামনা সতত........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।