রাজকন্যা হুমায়রা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
রাজকন্যা হুমায়রা
আমি আসতেছি,
তোমার অভীপ্সা পূরণ করতে
তুমি শুধু একটু অভয়- সাহস দিও
তোমার ভালোবাসা দিও!
আমি আসতেছি সাত-সাগর
তেরো নদী পার করে
তোমার প্রেম পুরীতে!
আমি আসতেছি অশনি বেগে
রাজকন্যা হুমায়রা
তুমি আর একটু অপেক্ষা কর
অসোয়াস্তি মনে কর না
আমি আসতেছি তোমার প্রেম পুরীতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।