কি হল প্রিয়ার?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আড়ষ্ট হয়ে গেছে প্রিয়ার মন
আত্মগর্বী সুর
আর প্রিয়ার মুখে আসে না!
অরুণিমা রঙ্গের কঙ্কন আর পড়ে না
কেমন জানি হয়ে গেছে প্রিয়া
আদিখ্যেতা আর করে না
সারাদিন মুখ ভার করে থাকে?
আদেখলা মেয়েটা
প্রেম প্রেম খেলা আর খেলে না
কারণ টা যে কি আদ্দোপান্ত কিছুই জানি না।
সারাদিন অন্তঃপুরে এলোকেশ ছড়িয়ে
কিসে যে
পাগলীর মতো বসে থাকে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।