মাস্টার্নি সাহেবা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রতি ক্ষণে ক্ষণে আপনাকে ভাবি
আপনার কাছে দুদিনের পরিচয় / ভালবাসা হতে পারে,
আমার কাছে দুইশত কোটি বছরের ভালবাসার সমতুল্য!
আপনার হৃদপুষ্ট মন দেখে আমি ফিদা হয়ে পড়ছিলাম
আপনার হৃদ্যতা দেখে আমি নিজে কে পয়োমন্ত মনে করেছিলাম?
.
মাস্টার্নি সাহেবা!
আপনার রুপের ঝংকার অন্তরে মৃদঙ্গ বাজিয়েছিল
আপনি বয়োজ্যেষ্ঠ বনিতা হতে পারেন
কিন্তু আমার কাছে আটারো বছরের সদ্য যুবতী!
আমি অর্থগৃধ্নু নই,
আমি ভালবাসার পাগল
.
মনের নীলিমায় যে কালো মেঘ জমেছিল তা আপনাকে দেখে দূরীভূত হয়
ভালাবাসার হেলাল- সেতারা উদিত হয়!
প্রেম কাননের অলিরা খিল খিল হাসে
গোলাপ- হাঁসনাহেনা- বেলী পাঁপড়ী জড়িয়ে আর নেই।
.
হে মাস্টার্নি সাহেবা অগোচরে ভালবেসে ফেলেছি আপনাকে ছাড়া বাঁচব কি না তা অবিদিত,
তবে বেঁচে থাকলেও জীবন্ত লাশ ছাড়া আর কিছু হতে পারবো না,কারণ মনটা তো আপনি নিয়েছেন আবেগ থেকে বলছি না ?
.
আপনি হয়তো পাগল ভাবছেন,
অচলায়তন সমাজের কথা ভাবছেন আপনার পরিবারের কথা ভাবছেন
কখনো আমায় কর্কশ ভাষায় গাল- মন্দ করছেন
প্রলাপ বকছেন
আমি দিব্য দৃষ্টিতে তা অবলোকন করছি?
.
হে মাস্টার্নি সাহেবা আপনি পাগল ভাবুন আর লম্পট ভাবুন
যা ইচ্ছে তাই ভাবুন,
আপনার জন্য শত ত্যাগ স্বীকার করতে পারি
নিজের জীবন কে আপনার তরে উৎসর্গ করতে পারি?

লেখকঃ ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।