মহাসেন
- আবু নাছের জুয়েল
আসছে তেড়ে মহাসেন,
এত ভয় দেখাস কেন৷
ঝড় এলে করবো কি আর
মৱবো মোৱা হাজার হাজার৷
আল্লাহ্ আছেন সবার উপর,
রক্ষা তিনি করেন সবার৷
়়়
সুনামিতে শত গেল
জীবন মালের ক্ষতি হলো৷
পেলাম শুধু সান্তনা,
বুকের ব্যাথা গলো না৷
আবাৱ আসে মহাসেন,
মৱাৱে আর মাৱিস কেন ?
়়়
প্রতি বছর হাজার মানুষ ,
মরছে শুধু ঝড়ের তরে৷
মাবুদ তুমি রক্ষা করো,
আর কেউ নাই শান্তনা৷
মুখ ফিরিয়ে নিলে তুমি,
করবো কি আর মৱবো হায়৷
ভয় করিনা ঝড় তবুও,
আসুক যদি আসতে চায়৷
লড়াই করে বাঁচি মোরা,
ভয় করি না ঝড়রে তায়৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।