রাজকন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
রাজকন্যা তোমায় ভালবাসবো বলে
শত বছর ধরে অপেক্ষায় আছি,
কোথায় তুমি রাজকন্যা
কোন সে দূরে তুমি?
.
স্বর্গে, মর্তে, পাতালে সর্ব খানে খুজেছি তোমায় রাজকন্যা?
কোথায় তুমি রাজকন্যা
তোমার অপেক্ষায় থাকতে থাকতে
ক্লান্ত হয়ে পড়েছি যে!
.
না জানি আর কতকাল অপেক্ষায় থাকবো
অলীক খোয়াবে নিত্য মোরে দহন করো
ভালোবাসা দিতে আস্
কিন্তু তোমায় ছুঁইতে পারি না।
.
কোথায় তুমি রাজকন্যা
আর কতকাল নিজেকে লুকিয়ে রাখবে
আর কতকাল অলীক খোয়াবে আসবে
কামনার অনলে আর কতই বা মোরে দহন করবে
হে রাজকন্যা আমি যে বিবাগী হয়েছি।
.
প্রেম কাননের সব ফুল আজ মাটিতে লুটিয়ে পড়েছে
ওলি গুনগুন করে গান গায় না,
যারে তারে কাঁমড়িয়ে দেয়
কোথায় তুমি রাজকন্যা
তোমার জন্য আমার ভালোবাসার রাজ্য জুড়ে অশান্তি?
.
রাজকন্যা কবে ফিরবে মম তরে
আর কবেই বা বাসবে মোরে ভাল,
আমি যে পারছিনা আর এই জ্বালা সইতে
তুমি ফিরে এসো আর রাগ করে থেক না
.
তোমার অলুক কুন্তুলে বেধে রেখ মোরে
যেথায় যাবে আমায় সঙ্গে করে নিয়ে যেও হে রাজকন্যা,
তোমার ভালবাসা পাবার অপেক্ষায় আছি
জলদি ফিরে এসো রাজকন্যা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।