পাগলা কাব্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আবেগী ম্যাইয়া গুলার জন্য
মোর কপালে দুঃখ,
আহোরাত্রে ম্যাসেজ আসে
আর করে পুকপুক?
.
আবেগী ম্যাইয়া গুলান
করলো মোর জীবন ছাই,
একটুতেই করে খুটুস- খাটুস
আর করে বাই বাই?
.
আবেগী ম্যাইয়া গুলান
মোর কাছে চায় ক্ষণিকের মধু,
মোর তো জাদু নাই
কেমনে দিবো/ দিম্ এ্যাত্ত মধু?
# পাগলা কাব্য


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০১৭ ২২:০০ মিঃ

.
আবেগী ম্যাইয়া গুলান
করলো মোর জীবন ছাই,
একটুতেই করে খুটুস- খাটুস
আর করে বাই বাই?