অজানা ঠিকানা ৩
- প্রবীর রায় - নিরুদ্দেশ
কেউ হবে বৈজ্ঞানিক,কেউবা ডাক্তার
কেউবা সমাজ সেবি,কেউ ইজ্ঞিনিয়ার।
সুট,বুট-কোট পরে,অফিসে যাবে
সময় শেষে,হাসি- প্রেমে,গৃহে ফিরবে।
নেই কোন নেশাপানি,যানের ভাঙা আওয়াজ
চোরামি বিদ্যা আর অসৎ-কুকাজ।
জানবে পৃথিবী,জানিবে ঈশবর
সুর্য-চন্দ্র-জীব,বাস্তবের নর।
এমন ঠিকানা এই,ধরারি স্থান
চল যাই,পা বারায়,গাহি তার গান।
অজানা ঠিকানা পাব,যদি ক্রোধ ভুলি যাই
ভারি মজা,খুব মজা,ব্যাথা, দুঃখ নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৮-০৭-২০১৭ ১৪:৪৮ মিঃ
স্বপ্ন গুলোই অজানা এগুলো পুরনে অজানা সব জানাতে বদলে যাবে তার জন্য হিংসাকে ত্যগ করিতে হবে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।