এই মেয়েটি সেই মেয়েটি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এই মেয়েটি সেই মেয়েটি
সেই মেয়েটি এই,
একটু ভালবাসতে চাইলে
কুকুরের মতো করে ছেই ছেই?
.
এই মেয়েটি সেই মেয়েটি
আস্ত এক বাঘিনী,
ভালবাসা নিয়ে নয়- ছয় করে
করে নানান কাহিনী।
.
এই মেয়েটি সেই মেয়েটি
করে নানান ঢঙ্গ,
ভালবাসা নাকি বোঝে না
করে ভঙ- চঙ?
.
এই মেয়েটি সেই মেয়েটি
করে লুতুপুতু প্রেম,
হরহামেশা সকল ছেলে
দেয় তারে গেম?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৯-০৭-২০১৭ ১৬:৩৮ মিঃ
এই মেয়েটি সেই মেয়েটি
সেই মেয়েটি এই,
একটু ভালবাসতে চাইলে
কুকুরের মতো করে ছেই ছেই?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।