প্রেম
- আবরার আকিব - অনুচক্রিকা
কী কারনে
অ কারনে
আছি বসে
বারে বারে
দেখি তারে
দূর হতে
কাছে এলে
ভয়ে ভয়ে
পারিনা বলতে
প্রেমে পড়ে
সব যে
গেছি ভুলে
তার পানে
অপলক ধ্যানে
রই তাকিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।