বেঁচে থাকার কোন আশায় দেখছি না
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বেঁচে থাকার কোন আশায় দেখছি না,
যে দিকে তাকাই ঘোর অমানিশায় আচ্ছাদিত
মন আর নৃত্য করে না,
কেমন জানি চুপটি করে থাকে!
মনে আনন্দে নেই
মন বুঝি মরে গেছে?
মনের কোন হাসি নেই কেমন জানি নিত্য প্যান প্যানিয়ে কাঁদে
কি হারানোর স্বাদে তা মনেই জানে না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।