আমি কষ্টের রাজা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি কষ্টের রাজা আমার যে কত কষ্ট
নিবেন কি কেউ ধার!
কষ্ট দিয়ে পারবেন বুকটা করতে
ছাড়খার,
প্রিয়াকে ভুলতে পারবেন!
বাবার হাতের চড় ভুলতে পারবেন
মায়ের বকুনি ভুলতে পারবেন
ধর্ষিতা বোনের কান্না ভুলতে পারবেন?
.
কেউ কি নিবেন কষ্ট
আমি কিন্তু কষ্টের রাজা
কষ্ট নিয়ে মন কে করবেন মুড়ি ভাজা।
.
কত কষ্ট নিবেন সব কষ্ট আছে
লাল,নীল,হলুদ,
আরো যে কত কষ্ট
কষ্টের হিসাব শুনলে হবে যে আপনার মাথা নষ্ট?
আমার কাছ ছাড়া! অন্য কারো কাছে
নেই কষ্টের পশরা?
.
আমার কাছ থেকে কষ্ট নিন
বিনামূল্যে, থাকবে না আমার কোন ঋণ!
একটা কষ্ট নিলে আরেকটা কষ্ট ফ্রি
কষ্ট নিয়ে বুকে গড়ুন পাথরের সিঁড়ি?
.
আমার কি কেউ কষ্ট নিবেন?
কষ্ট নিয়ে সোজা হবেন,
কষ্টের কি যে মজা তা পাবেন
আমার কষ্টের স্বাদ আলদা
স্বাদের গন্ধে হবেন যে গলদা।
.
কেউ নিবেন কষ্ট
কষ্টের ভালবাসায়
কেটে যাবে আপনার আড়ষ্ট,
কেউ হবেন আমার কষ্ট রাজ্যের প্রজা
প্রতিদিনেই কষ্ট দিবো
মনে করেন আমি আপনার ওঝা?
.
কষ্ট নিন কষ্ট আমার কষ্টের ছোঁয়া পেলে
হবেন না পদভ্রষ্ট?
.
ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৮-২০১৭ ২১:৩৭ মিঃ

আমি কষ্টের রাজা আমার যে কত কষ্ট
নিবেন কি কেউ ধার!
কষ্ট দিয়ে পারবেন বুকটা করতে
ছাড়খার,
প্রিয়াকে ভুলতে পারবেন!
বাবার হাতের চড় ভুলতে পারবেন
মায়ের বকুনি ভুলতে পারবেন
ধর্ষিতা বোনের কান্না ভুলতে পারবেন