মন চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমায় ছুঁইতে চাইনি
তোমার মন কে ছুঁইতে চেয়েছি?
তোমাকে চাইনি তোমার মনটাকে চেয়েছি
তোমাকে দেখতে চাইনি
তোমার মন দেখতে চেয়েছি?
.
তোমাকে ভালবাসতে চাইনি
তোমার মন কে ভালবাসতে চেয়েছি?
তোমাকে কাছে পেতে চাইনি
তোমার মন কে কাছে পেতে চেয়েছি?
.
তোমার সঙ্গে কথা বলতে চাইনি
তোমার মনের সঙ্গে কথা বলতে চেয়েছি?
তোমার রঙ দেখতে চাইনি
তোমার মনের রঙ দেখতে চেয়েছি?
.
তোমাকে ডাকিনি
তোমার মন কে ডেকেছি,
তোমার ছবি আঁকতে চাইনি
তোমার মনের ছবি আঁকতে চেয়েছি?
.
তোমাকে কিছু করতে চাইনি
তোমার মন কে কিছু করতে চেয়েছি
তোমাকে আদর করতে চাইনি
তোমার মন কে আদর করতে চেয়েছি?
.
তোমার দেহের ভালবাসা চাইনি না
তোমার মনের ভালাবাসা চেয়েছি ?
তোমার রুপের ঝংকার দেখতে চাইনি
তোমার মনের ঝংকার দেখতে চেয়েছি?
.
তোমার উপর ভরসা করতে চাইনি
তোমার মনের উপর ভরসা করতে চেয়েছি?
তোমার কোন মূল্য নেই
তোমার মনের মূল্য আছে?
.
তোমার সুখে রাখতে চাইনি
তোমার মন কে সুখে রাখতে চেয়েছি?
তোমাকে রাঙাতে চাইনি
তোমার মন কে ভালবেসে রাঙাতে চেয়েছি?
.
ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৮-২০১৭ ২১:৩৯ মিঃ

তোমায় ছুঁইতে চাইনি
তোমার মন কে ছুঁইতে চেয়েছি?
তোমাকে চাইনি তোমার মনটাকে চেয়েছি
তোমাকে দেখতে চাইনি
তোমার মন দেখতে চেয়েছি