ও সোনা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দাওনা সোনা তোমার ফুলকি পিক
বারংবার বলতে বলতে হয়েছি যে সিক!
ও সোনা করো না ঢঙ্গ
তুমি পারো আমার মনে মাখাইতে রঙ?
ও সোনা দাও না একটা পিক
বুকে যে তুষের অনল জ্বলছে ধিক! ধিক!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।