মায়াবী চোখ
- প্রবীর রায় - প্রেমের কবিতা

তোমার ও চোখ বড় মায়াবী,
তোমার ও চোখে আমি হবো সরাবি,
দেখছো আমায় তুমি সদা চুপিসারে,
তোমার নামে প্রেমতরী আনিব চুরি করে।
প্রেমের ভাষা তুমি বলছো আঁখি বুজে,
লুকানো প্রেম ঐ মায়াবী চোখে,
মনি মাঝে আমারে রেখগো গেঁথে,
মাতাল আমি, তোমার ভালবাসা পেতে।
যখনই বুজি আমি আমারো নয়ন,
তোমার মিষ্টি মুখ,আমার প্রিয় ধন,
যখনি চাও তুমি নির্মল আকাশে,
উরি আমি আসমানে,তোমার পোষা পাখি হয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৭-২০১৯ ১২:৩৩ মিঃ

Awsome