সমকালীন ছড়া - ইয়াবা
- ফয়েজ উল্লাহ রবি

জব্বর একখান ব্যবসা
নাম যার ইয়াবা,
বহুত টাকা কামায় হয়
আরে বাহ বাহ।
নানা কৌশল চুরি করা
সে গুলো পুরোনো,
পেয়াজ পেটে ইয়াবা রাখে
নজর জুড়ানো।
সাধু তুমি সমাজ পতি
না খেলে ধরা,
কতো দিন লুকাবে, যাইবে
একদিন মারা।
মন্দ নেশায় ক্ষতিই মিলে
করে দাও এর ইতি,
ভাল ব্যবসায় সবার সাথে
বাড়াও সম্প্রীতি।

পেঁয়াজের ভিতর করে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম শহরের মুরাদপুর থেকে গত ১১ আগস্ট ২০১৭ তারিখ রাতে ৫০০০ (পাঁচ হাজার ) পিস ইয়াবাসহ পাচারকারিকে আটক করলো ডিএনসি চট্টগ্রাম মেট্টো অফিস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।