মাহে রমাজান
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আহলান সাহলান খোশআমদেদ রমাজান,
ঈমানের সাথে তাঁরে করো অতি সম্মান।
শুধু উপবাসের উপহাসে বেধোনা’ক তাঁরে,
ছাড়িয়া সকল পাপ,দাঁড়াও শয়তানের ঘাড়ে।
বেশী বেশী করো হে মুমিন তওবা ইস্তেগফার,
পুণ্যের পাল্লা পূর্ণ করো,শূন্য পাপের হার।
যত পারো দান করো ,মন করো পবিত্র,
ফিতরা যাকাত মাঝে,বদলাও সমাজ চিত্র।
করো দৃষ্টি সংযত, জিহ্বা ও লজ্জার--
গালি ও আঘাত পেলে,বলো আমি রোজাদার।
নাও শিক্ষা,দ্বীন দীক্ষা,এমনি করে বারমাস,
নেক আমলি জিন্দেগি গড়ো,পাপের সর্বনাস।
এ যে প্রভুর পরম দয়া, করুণা অপার,
নিজ হাতে তিনি তাঁর, দিবেন উপহার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।