বড় আপি ছোট আপি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বড় আপি বড় আপি চাও তুমি কি
আমার কাছে নেই তো কোন প্রকার ঘি!
বড় আপি বড় কিসে চাও পেয়ারা
আমি তো নই হোটেলের বেয়ারা?
২.
ছোট আপি ছোট আপি
কি করতে চাও ছি!
আমি তো লাজুক ছেলে
আমার কাছে আছে বা কি?
.
বড় আপি ছোট আপি যাও সবাই চলে
আমার কাছ থেকে কিছুই পাবে না,
নচেৎ স্বার্থক জনম যাবে তোমাদের বিফলে?
.
ছড়া খানি তিন মিনিটে লেখা,,,,,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।