ফারাক্কা বাঁধ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ফারাক্কা বাঁধ
.........................
.....................
.
প্রতি বছর ১৬ মে আসলে ফারাক্কা লংমার্চ দিবস পালন হয়
কত নেতার কত বাণীতে আকাশ - বাতাস কম্পিত হয়,
কিন্তু সেই আগের মতো চুপসে যায় বাংলার সকল নেতা
বোবা হয়ে যায় বাংলার আপামর জনতা?
.
১৯৭৬ সাল থেকে বাঙালিরা নায্য হিস্যা পায়না
ভরতীয়রাও সরকারোও যেন এক ধরনের হায়না!
পানি নিয়ে খেলা করে আহা্ কত কি তার বায়না?
.
মাওলানা ভাসানী নেই বাংলার আপামর জনতার রক্তের তেজও নেই
ওআইসি সম্মেলন,ন্যাম শীর্ষ সম্মেলন,কমনওয়েলথ শীর্ষ সম্মেলন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফারাক্কার কথা উস্থাপিত হয়
কিন্তু কিছুও হয় না?
.
সেই ঘুরে উল্টে বটের তল আর জামের তল
বাঙালি কিছু পারে না শুধু ফেলায় চোখের জল!
.
আজ ফারাক্কার জল বিদ্রোহ করেছে বাংলার আপামর জনতার বিরুদ্ধে
ওহে বাঙালী দেখ আমার কি শক্তি?
ফারাক্কা আমার জন্মভূমি আমার ক্ষমতার উৎস
তোরা তো আমার কাছে অতি তুচ্ছ?
.
ফারাক্কার জল আজ হিংস্র রুপ নিয়েছে
বাঙালিদের শাস্তি দিবে সেই পণ করেছে
নীলফামারী, দিনাজপুর,ঠাকুরগাঁও, রংপুর,গাইবান্ধা,বগুড়া,সিরাজগঞ্জ,
সব জায়গায় হত্যাকান্ড চালিয়ে যেতেছে, করতেছে মানুষের তরে রাজ?
২/
.
হে বঙ্গবাসী তোরা কি জানিস আমি বাংলার ভাগ্য বিধাতা
আমি চাইলে তোদের ডুবিয়ে মারতে পারি,
ঘর ছাড়া করতে পারি,বাস্তু- ভিটা কেড়ে নিতে পারি?
.
আমি প্রতি বছরি আসবো তোমাদের নীরবতা আমার ভাল লাগে
তোমাদের ধংস করতে আমায় ভাল লাগে!
তাই প্রতি বছর আসবো,
তোমাদের নীরবতা আমার ভালবাসার স্পৃহা বাড়িয়ে দেয়?
আমার শক্তি বাড়িয়ে দেয়?
.
তোদের চোখের জল আমায় সঙ্গে যোজনা করে
ভালবাসা বাড়িয়ে দেয়!
হে বাঙালী আমার বিরুদ্ধে বিদ্রোহ করিস না
শুধু প্রতি বছর তোদের কিছু চোখের জল,কিছু লাশ,
আর কিছু সম্পদ দিবি আমি তাতেই সন্তুষ্ট?
.
আমায় আটকাতে চেষ্টা করিস না
ভারত আমার বিধাতা,
তাই মিছে লংমার্চ- ঢঙ্গ মার্চ করিস না,
শান্ত হও বাঙালি শুধু তোদের প্রতি বছরে ভালবাসতে আসবো,
শুধু আমায় চোখের জল,শতেক লাশ,আর কিছু সম্পদ দিবি
আমি তাতেই সন্তুষ্ট?
.
বিশেষ দ্রষ্টব্যঃদেশ তথা বাঙালী জাতির জন্য লেখা
রাজনৈতিক লেখা মনে করে অর্বাচীন বনে গমন করবেন না?
.
.
লেখায়ঃ ফাইয়াজ ইসলাম ফাহিম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।